শনিবার, সকাল ৮:২৬
৩০ আগস্ট, ২০২৫-১৫ ভাদ্র, ১৪৩২-৬ রবিউল আউয়াল, ১৪৪৭

এলেম হত্যা মামলা : ওয়ার্ড যুবলীগ সভাপতি স্বপন গ্রেপ্তার

ডেস্ক নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাদিমুল হক এলেম হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের একজন সরোয়ার হোসেন স্বপনকে গ্রেপ্তার  করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গতকাল বুধবার রাতে দিকে রাজধানীর বাবুবাজার এলাকার আলিফ লাম মিম কমপ্লেক্সের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো (দক্ষিণ) বিভাগ পরিচালনা করছে। গ্রেপ্তার স্বপনকে আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn