গনফোরাম চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ২০ জুন নগরর দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে গনফোরাম কেন্দ্রীয় সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গনফোরাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি প্রবীণ শিক্ষক রতন ব্যানার্জ্জী।
সভা পরিচালনা করেন গনফোরাম চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. আলাউদ্দিন ভুঁইয়া। সভার শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
গনফোরাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রতন ব্যানার্জ্জী বলেন, মোস্তফা মহসীন মন্টু ছিলেন ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনে রাজপথের এক জলন্ত সাহসী ইতিহাস।
সভায় বক্তব্য রাখেন গনফোরাম চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রনজিত সিকদার, গনফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মো. মুজিবুল হক, চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আদিল আহম্মদ মজুমদার, চট্টগ্রাম মহানগর গনফোরাম সাবেক সহসভাপতি মো. সুজাউদ্দৌলা বাবুল, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ডা. ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মো. নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি শিক্ষক নেতা নিবেদন চন্দ্র দাশ, চট্টগ্রাম মহানগর অর্থ সম্পাদক মো. আবু জাফর পাটোয়ারি, চট্টগ্রাম মহিলা গনফোরাম সভাপতি নুরন্নাহার বেগম, চট্টগ্রাম মহানগর গনফোরাম নেতা যথাক্রমে অনন্ত শর্মা, বিজয় দত্ত, সমীরন চন্দ্র দেওয়ানজী, মাহাবুব আলম, মহিলা নেত্রী সুপ্রিয়া রানী মন্ডল, মহানগর যুব গনফোরাম নেতা সন্জয় সরকার ও ইমন দে, ছাত্রফোরাম নেত্রী খাদিজা আকতার শিমু ও মেহেরুন নেসা প্রমুখ।
পরে দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর গনফোরাম সভাপতি আলহাজ্ব মো. মুজিবুল হক।
শোকসভা শেষে রনজিত সিকদারকে গনফোরাম চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও ডা. আলাউদ্দিন ভুঁইয়াকে চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা করেন গনফোরাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রতন ব্যানার্জ্জী।