সোমবার, বিকাল ৫:৫২
২০ জানুয়ারি, ২০২৫-৬ মাঘ, ১৪৩১-১৯ রজব, ১৪৪৬

৩০ নভেম্বর জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গণফোরাম প্রতিনিধি সভা

ডেস্ক নিউজ
চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর শাখার যৌথ প্রতিনিধি সভা গত ১৫ নভেম্বর শুক্রবার চট্টগ্রাম দোস্তবিল্ডিং দলীয় কার্যালয়ের পাশে অনুষ্ঠিত হয়।
ঐক্যবদ্ধ গণ ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মো. মুজিবুল হকের সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরাম কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মহীউদ্দিন আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোশতাক আহম্মেদ, গণফোরাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সেলিম আকবর, গণফোরণ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও উত্তর জেলা সভাপতি প্রবীণ শিক্ষক রতন ব্যানার্জী, গণফোরণ কেন্দ্রীয় জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক রনজিত সিকদার।
সভা পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর গণফোরাম ভারপ্রাপ্ত সম্পাদক ডাক্তার আলাউদ্দিন ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. শওকত আলী, চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মনসুর আহমেদ খান, চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোবারক হোসেন চৌধুরী বাবু, উত্তর জেলা সাধারণ সম্পাদক ডা. ফজলুল কাদের চৌধুরী, চট্রগ্রাম মহানগর সহসভাপতি আরিফুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহসভাপতি মোহাম্মদ নুরুল আমিন, মহানগর যুগ্ম সম্পাদক আদিল আহমেদ মজুমদার প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজাউদ্দৌলা বাবুল, চট্টগ্রাম মহানগর মহিলা ফোরাম সম্পাদিকা পূর্ণিমা মিয়া ও ছাত্রফোরাম চট্টগ্রাম মহানগর সভানেত্রী অভিধা ফাইরুজ।
সভায় প্রধান অতিথির বক্তব্য গণফোরাম কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মহীউদ্দিন আবদুল কাদের আগামী ৩০ নভেম্বর ঢাকা রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সভা-সমাবেশ, সম্মেলন করার আহবান জানান। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে রাষ্ট্র সংষ্কারের পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির রোধে ব্যবস্থা গ্রহণ করে জনগণকে সহনীয় অবস্থায় ফিরিয়ে আনারও আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn