সোমবার, সন্ধ্যা ৬:১৮
২০ জানুয়ারি, ২০২৫-৬ মাঘ, ১৪৩১-১৯ রজব, ১৪৪৬

জাবি ডেপুটি রেজিস্ট্রারসহ চারজন বরখাস্ত

ডেস্ক নিউজ

ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চারজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় ক্লাস-পরীক্ষা বয়কট করে পূর্বঘোষিত ব্লকেড কর্মসূচি পালন করছেন প্রথমবর্ষের শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন তারা।

গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি রিকশার ধাক্কায় আফসানা করমি রাচি নামে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn