সোমবার, সন্ধ্যা ৭:২৪
২০ জানুয়ারি, ২০২৫-৬ মাঘ, ১৪৩১-১৯ রজব, ১৪৪৬

সরকারি প্রকল্পে দুর্নীতি ঠেকাতে নতুন নীতি প্রণয়ন

ডেস্ক নিউজ

বিগত সময়ে সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি অনিয়ম সম্ভব হয়েছে তা ভাঙতে নতুন নীতি প্রণয়নের কাজ চলছে। আজ (মঙ্গলবার,১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সরকারি প্রকল্প বাস্তবায়ন নীতি বিষয়ক (পিপিআর) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি আরো বলেন, ‘এখন থেকে প্রকল্পের বিস্তারিত গণমানুষের জন্য উন্মুক্ত থাকবে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা আরো বলেন, ‘প্রকল্পের স্বচ্ছতা ও  জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। এরই সঙ্গে নেয়া হবে জনগণের মতামত।  প্রকল্পে সময় কোনোভাবেই বাড়ানো যাবে না, সময় বাড়লেই ব্যয় বাড়ে। যার সাথে দুর্নীতি জড়িত।’

অন্যদিকে, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রকল্পে ভবিষ্যতে যাতে দুর্নীতি বন্ধ হয় সে ব্যবস্থা করছি আমরা। রাজনৈতিকভাবে ঠিকাদার নিয়োগ চলবে না। ছোট-বড় সব ধরনের প্রকল্পে রাজনীতি ও সিন্ডিকেটমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না। এছাড়া প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হচ্ছে সরকার। এজন্য করা হচ্ছে নীতিমালা।’

পিপিআর এর সভায় শিক্ষা-পরিকল্পনা, পরিবেশ-পানি, অর্থ, বিদ্যুৎ, এলজিইডি-ক্রীড়া বিষয়ক উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এখানে দ্রুত অর্থছাড়, স্তরভিত্তিক প্রকল্প অগ্রগতি মূল্যায়নসহ বিভিন্ন ইস্যু আলোচনা হয়।

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn