ডেস্ক নিউজ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রয়াত সংগীত পরিচালক, সুরকার ও শিল্পী সুজেয় শ্যামের শেষকৃত্যানুষ্ঠান রাজধানীর সবুজবাগ বড়দেশ্বরী শ্মশানে অনুষ্ঠিত হবে।
এর আগে মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান সুজেয় শ্যাম। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। এ ছাড়াও তিনি ডায়াবেটিস ও কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন।
সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’, ‘বিজয় নিশান উড়ছে ওই’ প্রভৃতি উল্লেখযোগ্য।
সংগীতে অবদানের জন্য সুজেয় শ্যাম ২০১৮ সালে একুশে পদক এবং ২০১৫ সালে শিল্পকলা পদক লাভ করেন।