মঙ্গলবার, রাত ৪:০০
১৫ অক্টোবর, ২০২৪-৩০ আশ্বিন, ১৪৩১-১১ রবিউস সানি, ১৪৪৬

বাংলাদেশের রানী হামিদ আর্জেন্টিনার দাবাড়ুকে হারালেন

ডেস্ক নিউজ :

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের কিংবদন্তী দাবাড়ু রানী হামিদ আর্জেন্টিনার দাবাড়ু আন্তর্জাতিক মহিলা মাস্টার মারিয়া বেলেনকে হারিয়েছেন।

যদিও বাংলাদেশ দল জয় পায়নি তবে রানী হামিদ তার জয়ের ধারা ধরে রেখেছেন। নবম রাউন্ডে বাংলাদেশ আর্জেন্টিনার কাছে ১-৩ গেমে হেরেছে। বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে রানী হামিদই কেবল জয় পেয়েছেন। রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রানী হামিদ।

শুক্রবার ওপেন বিভাগে বাংলাদেশ ২.৫ – ১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন। গতকাল ফাহাদ জিতলে আরেকটি জিএম নর্ম পেতেন। কাল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় নিজ নিজ বোর্ডে জিতেছেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn