বংশীধ্বনি, চট্টগ্রাম আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান গত ১ জুন শনিবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনষ্টিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতনামা বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম।
ডা: রাজীব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্য্য সঙ্গীতের অধ্যক্ষ উস্তাদ মিহির লালা। বিশেষ অতিথি ছিলেন কলকাতা থেকে আগত সঙ্গীতরতœ মধুমিতা চ্যাটার্জী। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রণধীর দাশ।
শুরুতেই সঙ্গীতাচার্য সুরেন্দ্র লাল দাস রচিত পিলু বাঁরোয়া ও ঝিঁঝিঁট রাগে বাঁশিতে অর্কেস্ট্রা বা বৃন্দবাদনে অংশ নেন বংশীধ্বনির শিক্ষার্থীদের মধ্যে রাসেল দত্ত, সুমন কুমার নাথ, মনিষা ধর, মো: মেহেদী, অনন্যা দাশ, বশিতা ঘোষ পিহু, মো: তৌহিদ, মো: ওয়াসিম, শিমুল মজুমদার, সজল দাশ, প্রান্ত ধর, রনি ধর, সুহৃদ দত্ত, শোভন চক্রবর্তী, সৌরভ শীল, প্রসাদ চন্দ্র রায়, প্রবাল পাল, ডা: নয়ন দাশ, ডা: দীপন চৌধুরী, অর্পণ গুপ্ত।
এরপরে দেশ রাগে বাঁশিতে দ্বৈত পরিবেশনা অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। দ্বৈত পরিবেশনায় অংশ নেন বংশীধ্বনির শিক্ষার্থী রাসেল দত্ত ও সুমন কুমার নাথ। এরপর শিল্পী রিটন কুমার ধর প্রথমে রাগ রাগেশ্রী দিয়ে শুরু করেন। পরে শিল্পী ভৈরবীতে ঠুমরী গেয়ে দর্শকশ্রোতাদের মুগ্ধ করেন।
রাজশাহী থেকে আগত শিল্পী শরৎ কুমার পালের বাঁশিতে দুর্গা রাগ মিলনায়তনে অন্য এক পরিবেশ সৃষ্টি করে। পরে তিনি একটি ধুন বাজিয়ে শুনান। সর্বশেষ পরিবেশনায় চতুরঙ্গী পরিবেশন করেন কলকাতা থেকে আগত শিল্পী অমিতেষ বসু। তিনি রাগ যোগ পরিবেশন করেন। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন ওপার বাংলা থেকে আগত শিল্পী চিম্ময় মিদ্যা, সুদীপ চ্যাটার্জী ও এপার বাংলার অমিত চৌধুরী দীপ্ত। হারমোনিয়ামে ছিলেন অভিষেক নন্দী, তানপুরায় চয়ন, অনন্যা জয়শ্রী। বিজ্ঞপ্তি।