বৃহস্পতিবার, রাত ৯:০৪
১২ সেপ্টেম্বর, ২০২৪-২৮ ভাদ্র, ১৪৩১-৮ রবিউল আউয়াল, ১৪৪৬

সুরধ্যানের শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা 

‘সুরধ্যানের’ আয়োজনে মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা প্রতিষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদীর সভাপতিত্বে গত ৩০ মে বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আর্য্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ উস্তাদ মিহির লালা।
এরপরেই সুরধ্যানের শিক্ষার্থীবৃন্দের রাগ ইমনের বন্দীশ ‘শাম বাজায়ে আজ মুরলীয়া’ মধ্য দিয়ে সমবেত খেয়াল পরিবেশিত হয়। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীত শিল্পী রিটন কুমার ধর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ ও কলকাতা থেকে আগত সঙ্গীতরতœ মধুমিতা চ্যাটার্জী।
বক্তারা বলেন, ‘বিশ্বের এই অস্থির প্রেক্ষাপটে সঙ্গীতের মাধ্যমেই মানুষকে সুন্দর ও মানবিকতার মন্ত্রে দীক্ষিত করা যায়। এই ছোট ছোট কোমলমতি ছেলেমেয়েরা তানপুরায় গলা মিলেয়ে এখন থেকে সুরের ধ্যানে নিমগ্ন হওয়ার যে দীক্ষা পাচ্ছে তাতে ওরা অদূর ভবিষ্যতে সুন্দর, বাসযোগ্য ও একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখতে শিখবে।’ অনুষ্ঠানে ভূপালী রাগে একক খেয়াল পরিবেশন করেন সুরধ্যানের শিক্ষার্থী রাজদীপ ধর। প্রথমে একতাল বিলম্বিত লয়ের বন্দীশ ‘দিলদার মুস্তফাকে জান ফাতিমা’ এবং ত্রিতাল মধ্যলয়ে ‘লাগেরে নেয়না তুমছে’ এই বন্দীশটি পরিবেশন করে মুগ্ধতা ছড়ায়।
   
এরপর পূজা দে একক খেয়ালে পরিবেশন করেন রাগ কলাবতী। প্রথমে একতাল বিলম্বিত লয়ের বন্দীশ ‘গরীবের নেওয়াজ’ এবং মধ্যলয় ঝাঁপতালে পরিবেশন করেন ‘বাট তাখাত হরি’। এরপর অভিষেক নন্দী’র পরিবেশনায় ছিল রাগ মারু বিহাগ। প্রথমে একতাল বিলম্বিত লয়ের বন্দীশ ‘কাল না পারে’ এবং মধ্যলয় ত্রিতালের বন্দীশ ‘মোরে বালমা আজ নাহি আয়ে’ পরিবেশন করেন। এরপরই আমন্ত্রিত শিল্পী জহর মুখার্জী পরিবেশন করেন রাগ দুর্গা। তিনি একতাল বিলম্বিত লয় এবং ত্রিতাল মধ্যলয়ের বন্দীশ ‘করো সেবা মা কা’ পরিবেশন করেন। এরপর পরবর্তী তবলা লহরা পরিবেশনায় অংশ নেন শিল্পী রোমেন বিশ্বাস, সুশান্ত কর চৌধুরী, সানি দে ও প্রান্ত আচার্য্য। সর্বশেষ পরিবেশনায় কলকাতার শিল্পী অমিতেষ বসু চতুরঙ্গী’তে রাগ রাগেশ্রী বাজিয়ে শোনান। প্রথমে বিলম্বিত ত্রিতাল মধ্যলয় জোড়, ঝালা ও মনোহারী তেহাইয়ের পরিবেশনায় তিনি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।
তবলা সহযোগিতায় ছিলেন সুদীপ কুমার চ্যাটার্জী, চিন্ময় মিদ্যা ও অমিত চৌধুরী। তানপুরায় ছিলেন শুভম ধর, প্রাঙ্গন ধর, রাজীব ধর, প্রণয় দাশ। বিজ্ঞপ্তি।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn