বৃহস্পতিবার, রাত ১২:৫৭
২০ মার্চ, ২০২৫-৬ চৈত্র, ১৪৩১-১৯ রমজান, ১৪৪৬

নিয়ন্ত্রণে এসেছে গুলশানের আগুন

ডেস্ক নিউজ

রাজধানীর গুলশান-১ নম্বরে এ ডব্লিউ আর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিন বিকেল ৪টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn