মঙ্গলবার, রাত ২:২৬
১৫ অক্টোবর, ২০২৪-৩০ আশ্বিন, ১৪৩১-১১ রবিউস সানি, ১৪৪৬

ইসির সিদ্ধান্তে দুই ওসি প্রত্যাহার

নির্বাচন কমিশন : ফাইল ছবি

ডেস্ক নিউজ
ঝিনাইদহ জেলার শৈলকূপা ও হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ও পুলিশ সুপারের প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট থানার নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
ওই দুই ওসিকে প্রত্যাহার করে তাঁদের জায়গায় উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার জন্য আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে ইসি। চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ওই দুই ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn