বৃহস্পতিবার, রাত ৮:৩৭
১২ সেপ্টেম্বর, ২০২৪-২৮ ভাদ্র, ১৪৩১-৮ রবিউল আউয়াল, ১৪৪৬

‘প্রজন্মের উত্তরাধিকার’ এর মতবিনিময় সভা

নবগঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রজন্মের উত্তরাধিকার’-এর মতবিনিময় সভা গত ১০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শারদাঞ্জলি ফোরাম, চট্টগ্রাম এর সভাপতি মাস্টার অজিত কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী, জাতীয় গীতা পরিষদের সভাপতি আর. কে. দাশ রুপু, ডা. নারায়ণ মজুমদার ও রোটারিয়ান অধ্যাপক প্রদীপ দাশ। স্বাগত বক্তব্য দেন স্কুল শিক্ষক উত্তম চক্রবর্তী।
আলোচনায় অংশগ্রহণ করেন জন্মাষ্টমী পরিষদ দক্ষিণ জেলার সভাপতি অরূপ কুমার ভট্টাচার্য্য, শিক্ষক রতন কুমার দে ও বিজয় কিষাণ চৌধুরী, রোটারিয়ান শ্যামল বিশ্বাস ও বিজন পাল।
অনুষ্ঠানে সমাজ অনুভাবক বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তীর ৫৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় মো. মনির উদ্দিনকে আহবায়ক ও অধ্যাপক মনোজ কুমার দেবকে সদস্য সচিব করে ‘প্রজন্মের উত্তরাধিকার’-এর ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মনোজ কুমার দেব। বিজ্ঞপ্তি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn