এসময়ের খবর ডেস্ক :
সরকারের পদত্যাগের দাবিতে আজ (১৮ জুলাই) দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে রাজধানীতে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর কার্যক্রম।
সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে জলকামান ও এপিসি যান দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে।
সকাল সাড়ে ১১টার দিকে গাবতলী থেকে বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। এর প্রায় আধা ঘণ্টার মধ্যে মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিএনপির আজকের পদযাত্রা গাবতলী থেকে মিরপুর-১ ও ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণী, কাওরান বাজার, এফডিসি হয়ে মগবাজারে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে। সেখান থেকে মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, শাপলা চত্বও হয়ে ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে বিকাল ৪টায় রায়সাহেব বাজার মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে সতর্ক অবস্থানে পুলিশ