সোমবার, সন্ধ্যা ৭:৩৪
২০ জানুয়ারি, ২০২৫-৬ মাঘ, ১৪৩১-১৯ রজব, ১৪৪৬

‘বিপাকে পড়বে গরিব মানুষ ও গরিব দেশগুলো’ : ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শষ্যচুক্তি নবায়ন হচ্ছেনা

সময়ের খবর ডেস্ক :
অবশেষে রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে ইউক্রেনের সঙ্গে তারা আর শষ্যচুক্তি নবায়ন করবে না।
গতকাল শস্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর চত্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রাশিয়া।
এ ধরনের কঠোর মনোভাবের প্রতিক্রিয়ায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এক টুইট বার্তায় হতাশা ব্যক্ত করে বলেছেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এর জন্য গরিব মানুষ ও গরিব দেশগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়বে।’
জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস গতকাল জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, মস্কোর এই পদক্ষেপ বিশ্বের সর্বত্র অভাবী ও দরিদ্র লোকদের বিপাকে ফেলবে। নির্বিঘেœ খাদ্যশস্য রপ্তানির জন্য শস্য চুক্তি নবায়ন করা হবে-এমন আশা করছিল জাতিসংঘ। চুক্তি নবায়নের জন্য রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে চিঠিও লিখেছিলেন জাতিসংঘ মহাসচিব।


উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। এরপর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত বছরের জুলাই মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘কৃষ্ণসাগর শস্য চুক্তি’ নামে চুক্তিটি স্বাক্ষর হয়। এরপর আরও কয়েকবার চুক্তিটি নবায়ন করা হয়েছে এবং এর অধীনে ইউক্রেন প্রায় ৩ কোটি ২০ লাখ টন শস্য ও অন্যান্য খাবার সরবরাহ করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn