বৃহস্পতিবার, রাত ১:০৭
২০ মার্চ, ২০২৫-৬ চৈত্র, ১৪৩১-১৯ রমজান, ১৪৪৬

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে : ইন্দোনেশিয়া থেকে এসেছে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা

এসময়ের খবর ডেস্ক

পায়রা তাপবিদ্যুৎ ফের উৎপাদনে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে ‘এমভি এ্যাথেনা’ নামের একটি জাহাজ ভিড়েছে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে।
আজ অথবা আগামীকালের মধ্যে এসব কয়লা খালাস হওয়ার কথা রয়েছে।
পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানিয়েছেন, জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান শহর থেকে কয়লা নিয়ে এসেছে। এটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। কয়লা আসার কারণে আগামী দুই-তিন দিনের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালুর সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুত কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn