এ সময়ের খবর প্রতিবেদন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি।
সকাল আটটায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি এবং দুপুর ১২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি কার্যক্রম।
এদিকে, সকাল আটটায় রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপেও এ টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ২৯ জুন ঈদুল আজহার দিন ধার্য করে এ অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
রেলওয়ের সূত্র মতে, আজ ১৪ জুন বিক্রি হবে ২৪ জুনের টিকিট, ১৫ জুন ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন ২৮ জুনের টিকিট বিক্রি হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য, একজন যাত্রী শুধুমাত্র ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে চারটি টিকিট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি তিন সহযাত্রীর বিবরণ টিকিটে উল্লেখ থাকতে হবে।