এ সময়ের খবর প্রতিবেদন
প্রত্যেক টিসিবির কার্ডধারী আগামী জুলাই মাস থেকে পাঁচ কেজি করে চাল পাবেন। এসময়ে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি পাঁচ কেজি করে চালও দেওয়া হবে কার্ডধারীদের।
অপরদিকে, টিসিবির কার্ড নিয়ে অনিয়ম রোধে একে স্মার্ট কার্ডে রূপান্তরের সরকারি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানা গেছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব সিদ্ধান্তের কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, করোনাপরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।
মন্ত্রী আরো বলেন, টিসিবির মাধ্যমে প্রতিমাসে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মসুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করা হয়। আগামী মাস থেকে কার্ডধারীদের পাঁচ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, যেকোনো অনিয়ম রোধে টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এছাড়া প্রকৃত সুবিধাভোগীদের ঠিকমতো টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য সামগ্রী দেওয়া হচ্ছে কি না তা মনিটরিংয়ের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।