চট্টগ্রামে সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় পারভেজ উদ্দীন নামে সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের জিইসি মোড় থেকে তাকে গ্রেফতার করে শিল্প পুলিশ চট্টগ্রামের ইউনিট।
শিল্প পুলিশ চট্টগ্রামে উপপরিদর্শক (এসআই) খালেদ বলেন, সীমা অক্সিজেনের পরিচালক না অন্য একজন গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল দশটায় নগরের নাসিরাবাদ চট্টগ্রাম শিল্প পুলিশের অফিসে সংবাদ বিস্তারিত জানানো হবে।
নাম অনিচ্ছুক চট্টগ্রাম শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজকে গ্রেফতার করা হয়েছে। কারখানার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ৬ মার্চ সীতাকুণ্ড থানায় সীতাকুণ্ড সীমা অক্সিজেন বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। গত ৪ মার্চ বিকেলের দিকে সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত হয়েছে।
আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে ২০ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন।
Discussion about this post