আন্তর্জাতিক নিউজ নেটওয়ার্ক সিএনএন শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে। বৃহস্পতিবার তাদের ছাঁটাই করা হয়। গত এক বছরের মধ্যে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এটিই সবচেয়ে বড় ঘটনা। খবর জিও টিভি
গত মে মাসে টেলিভিশনটির সিইও পদে পরিবর্তন আসে। এ পদের দায়িত্ব গ্রহণ করেন ক্রিস লিক্যাট। তিনি বলেন, যাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে তাদের মধ্যে অনেক দক্ষকর্মী ছিল। তাদের হারানোটা আমাদের জন্য সত্যিই কষ্টদায়ক।
ছাঁটাই করা কর্মীদের উদ্দেশ্যে সিএনএন এক বার্তা প্রকাশ করে। সেখানে বলা হয়, আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গত মাসে প্রতিষ্ঠানটির কর্মীদের সতর্ক করে নতুন সিইও বলেন, আমাদের কর্মী সংকটের মাঝে কাজ চালিয়ে যেতে হবে। আপনাদের কাজের উপরই প্রতিষ্ঠানটি টিকে থাকবে কিনা সেটি নির্ভর করবে।
সিএনএন থেকে প্রকৃত অর্থে কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। যদিও বলা হয়েছে শতাধিক। প্রতিষ্ঠাটিতে ৪ হাজার ৪০০ জন কর্মী ছিলেন।
চরম অর্থনৈতিক সংকটের কারণে সিএনএন’র বিজ্ঞাপন কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু সিএনএন নয় অন্যান্য মিডিয়াও এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে রয়েছে এএমসি নেটওয়ার্ক। এই প্রতিষ্ঠানটিও ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
Discussion about this post