চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের ১৪ দিন পর মনছুর আলী (২৭) নামের এক প্রবাসফেরত যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানার পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটা পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনছুর আলী ওই এলাকার ফরিদ আহমদের ছেলে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাননি পরিবার। এ ঘটনায় ২ মার্চ মনছুর আলীর বোন লোহাগাড়া থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছিলেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পহরচান্দা হাসনা ভিটা এলাকার পাহাড় থেকে মনছুর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন আগের। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Discussion about this post