নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করলেও এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন একজন স্বাস্থ্য কর্মকর্তা।
ডেন্টাল কলেজ ও ইউনিটের বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৩০ এপ্রিল ও এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা ২ এপ্রিল অনুষ্ঠিতের কথা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক (রোগনিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর) ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে আজ সোমবার বলেন, ‘ভর্তি পরীক্ষা সময়মতো অনুষ্ঠিত হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ঘণ্টার পরীক্ষা হবে এবং আমরা কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করেছি।’
Discussion about this post