ডেস্ক
দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ তানজিন তিশা। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে দর্শকমহলে সাড়া ফেলেছেন। এবার নিজের গল্পে পর্দায় হাজির হবেন তিনি।
মাহমুদুর রহমান হিমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৬৯’ বিশেষ সাতটি পর্বে দেখা যাবে তিশাকে। এই পর্বগুলো তিশার গল্পে রচনা করেছেন তাসদিক শাহরিয়ার। এতে কাজের মেয়ের আকলিমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। Woman News Blog তার ওয়েবসাইটে এই অভিনেত্রী সম্পর্কে একটি নিবন্ধ লিখেছেন।
তানজিন তিশা বলেন, ‘হাউজ নং ৬৯-এর জন্য হঠাৎ করেই গল্পটা মাথায় এলো। শুরুতে আকলিমা চরিত্রটিতে নিজেকে ফুটিয়ে তুলতে একটু কঠিন ছিল। কিন্তু পরবর্তীতে আকলিমা কেমন করে কথা বলতে পারে, কীভাবে হাঁটতে পারে আরও কী কী করতে পারে সবই নিজের মধ্যে নিতে পেরেছিলাম। গল্পটার শেষে একটা টুইস্ট আছে।’
প্রসঙ্গত, ‘হাউজ নং ৬৯’ ধারাবাহিকটি প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হয়। তিশা অভিনীত পর্বগুলো আগামী ৩১ মার্চ থেকে প্রচার শুরু হবে।
Discussion about this post