চট্টগ্রামের চন্দনাইশে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচারার ও মেসার্স শাহ আলী রজা (রহ.) ব্রিকস ম্যানুফেকচারারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বলেন, পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় (পাহাড় বা টিলার পাদদেশ হতে কমপক্ষে অর্ধ কিলোমিটার দূরত্বের মধ্যে) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৮(২) ধারায় দুই মামলায় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Discussion about this post