চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মোড় থেকে ৬০০ পিস ইয়াবাসহ সৈয়দ নুর (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে কোতোয়ালি মোড়ের সরকার অ্যান্ড ব্রাদার্স নামের মুদির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সৈয়দ নুর কক্সবাজার জেলার ঈদগাঁও থানার বাহারছড়া এলাকার মৃত আবদুস শুক্কুরের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালি মোড় থেকে সৈয়দ নুর নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক আইনে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।
ওসি আরও জানান, ঢাকায় সরবরাহ করার উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফ থেকে এসব ইয়াবা নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাকে আদালতে তোলা হবে সোমবার সকালে।
Discussion about this post